ব্যাস্ত রাস্তার পাশে মোঘল আমলের মন্দির
নানা বৈচিত্র্যে ভরা আমাদের এই জেলা .. এই জেলার শহর থেকে গ্রামের অলিগলি তে ছড়িয়ে রয়েছে নানান প্রাচীন ঐতিহাসিক নিদর্শন .. আপনি ধরুন ব্যাস্ত শহরের ব্যস্ত কোন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি হয়ত খেয়াল করেন নি কিংবা খেয়াল করেও শুধু মাত্র একটা মন্দির ভেবে এড়িয়ে গেছেন .. আপনি জানতেই পারলেন না আপনি আনুমানিক ৪০০ বছর পুরানো মোঘল আমলে তৈরী কোন প্রাচীন মন্দির মিস করে গেলেন .. হ্যাঁ হতেই পারে এমন ..
আনুমানিক ৪০০ বছর পুরানো এই মন্দিরের বেশ কয়েকটি বৈশিষ্ঠ্য চোখেপড়ে । এই মন্দিরের কোন নাট মন্দির নেই .. মূল মন্দিরটি গম্বুজ আকৃতির চূড়াবিশিষ্ট এই মন্দিরে অনেক টা যায়গা জুড়ে রয়েছে বাধানো প্রাঙ্গন ..আর চারটি শিব মন্দির ..এই মন্দিরের দেবী মূর্তি ও একটু অন্যরকম
দেবীমন্দিরের বাইরে রয়েছে ঘেরা বারান্দা . ভক্তগণ যে বারান্দায় দেবী আরাধনায় মগ্ন থাকেন ..
বতর্মানে স্থানীয় পৌরসভার উদ্যোগ মন্দির ও মন্দির চতবর সংষ্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে ..
< ছবি ও তথ্য - সুমন্ত বড়াল >
হুগলী দর্শন


No comments:
Post a Comment