Thursday, 2 May 2019

                                                             প্রসাদপুর এর লক্ষ্মীজনার্দন মন্দির   






হুগলী জেলার আনাচে কানাচে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য পূর্ণ নিদর্শন ।। 
জেলার জাঙ্গিপাড়া ব্লকের অন্তর্গত ছোট্ট গ্রাম প্রসাদপুর ।। এই গ্রামের প্রাচীন লক্ষ্মীজনার্দন মন্দির ।। 
পাঁচ শিখর বিশিষ্ঠ এই মন্দির আজ ভগ্ন প্রায় অবস্থায় পড়ে রয়েছে ।। তবে আজও এই মন্দিরে শালগ্রাম শিলা ও ছবিতে নিত্যপুজা হয় ।। মন্দিরের গায়ে আজও কিছু কাজ লক্ষ্য করা যায় ।।  
মন্দিরে পৌছাতে হলে - হাওড়া - তারকেশ্বর শাখার ট্রেনে  হরিপাল ষ্টেশন এ নেমে  জগতবল্লভপুর এর বাসে প্রসাদপুর ।।

No comments:

Post a Comment

তেলোভেলোর সারদা: ভীম ডাকাতের রূপান্তরের লোককাহিনি

                            তেলোভেলোর সারদা: ভীম ডাকাতের রূপান্তরের লোককাহিনি হুগলী জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত মায়াপুর অঞ্চলের তেলোভেলো...