Tuesday, 7 May 2019

                                                       " পিয়াসারার  সরকার বাড়ি "                                                                  


         " কত শত ইতিহাসের গল্প লেখা থামের গায়ে " 
 

জেলার এক প্রাচীন পল্লী পিয়াসারা ।। হাওড়া - গোঘাট ট্রেন লাইনে লোকনাথ স্টেশন থেকে প্রায় ৭ কি।মি ভিতরের একটি গ্রাম ।। 
সেই পিয়াসারার ৪০০ বছরের পুরানো সরকার বাড়ি ।। কালের নিয়মে ক্ষয় হতে হতে আজ ভগ্নপ্রায় দশা ।। তবে আজ এই বাড়িতে সমারোহের সাথে দুর্গাপূজা হয় ।। 
এই বাড়ির সদস্য শ্রী সুদীপ সরকারের সাথে কথা বলতে বলতে আমরা জানতে পারলাম নানা ইতিহাস ।। এই বংশের আরো দুটি জমিদার বাড়ি রয়েছে পাশেই ।। সে ছবিও আমরা দেখাবো ।। কিন্তু বর্তমানে এই বাড়ির অবস্থা বেশ খারাপ ।। এই সকল বাড়ি গুলি হেরিটেজের মর্যাদা না পেলে হয়ত হারিয়ে যাবে ।।

আসুন আমরা চেষ্টা করি যদি আমাদের জেলার এই প্রাচীন ঐতিহ্য গুলির জন্য কিছু করা যায় ।। আর যারা প্রাচীন বাড়ি দেখার ব্যাপারে আগ্রহী তারা দেরী করবেন না দেখে আসুন ।।
< ছবি ও তথ্য - সুমন্ত বড়াল >
বিশেষ ধন্যবাদ শ্রী সুদীপ সরকার ও শেখ কাম্রুদ্দিন কে ।।
https://www.facebook.com/hooghlydorshon

2 comments:

তেলোভেলোর সারদা: ভীম ডাকাতের রূপান্তরের লোককাহিনি

                            তেলোভেলোর সারদা: ভীম ডাকাতের রূপান্তরের লোককাহিনি হুগলী জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত মায়াপুর অঞ্চলের তেলোভেলো...